বুধবার ৮ অক্টোবর ২০২৫ - ০৯:০৬
পরিবারের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব ও ফযিলত

নবী করীম হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ) এক হাদীসে পরিবারের পাশে বসার ও তাদের সঙ্গে সময় কাটানোর গুরুত্বের প্রতি ইঙ্গিত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, جُلوسُ المَرءِ عِندَ عِیالِهِ أحَبُّ اِلَی اللهِ تَعالی مِنِ اعتِکافٍ فی مَسجِدی هذا
একজন পুরুষের জন্য তার পরিবারের পাশে বসা (সময় কাটানো), আল্লাহ তায়ালার কাছে আমার এই মসজিদে (নববী) ইতিকাফ বসার চেয়েও অধিক প্রিয়।

[মিজানুল হিকমাহ, খণ্ড ৪, পৃষ্ঠা ২৮৭]

এই হাদীস আমাদের মনে করিয়ে দেয় যে, পরিবারের সঙ্গে সময় কাটানো শুধু মানসিক প্রশান্তির জন্য নয়, বরং এটি একটি ইবাদতস্বরূপ কাজ, যা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha